শিল্পী মধুসূদন দাস
ভারতের রাজধানী দিল্লির চিত্রশিল্পী মধুসূদন দাস পেয়েছেন ‘রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গ সাহিত্য কলা সম্মান ২০২৫’। ভিজ্যুয়াল আর্টিস্ট ক্যাটাগরিতে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
গত ১৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটির আয়োজন করে ওয়ার্ল্ড বুক অব স্টার রেকর্ডস এবং ন্যাচুরো অল্টারনেটিভ মেডিকেল সায়েন্স রিসার্চ ফেডারেশন, ভারত।
সনদপত্রে উল্লেখ করা হয়, মধুসূদন দাসের অসাধারণ নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও সৃজনশীল অবদানের জন্য এ সম্মাননা প্রদান করা হয়েছে। তাঁর শিল্পকর্ম ও সাফল্য নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রেরণা জোগাবে।
এই স্বীকৃতির মাধ্যমে জাতীয় পর্যায়ে বিশেষভাবে আলোচিত হলেন শিল্পী মধুসূদন দাস।
আরও পড়ুন: এবার কলকাতার দুর্গাপূজায় শিল্পী মধুসূদন দাসের মাশান চিত্রকলা